সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু ১৮ জানুয়ারি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৮ জানুয়ারি শুরু হচ্ছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। বুধবার (১৫ জানুয়ারি) সকালে মেলা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম এ তথ্য জানান।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী মেলায় প্রধান অতিথি থাকবেন।

মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হবে। এছাড়া প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম আজাদ সরকার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button