সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :

সোনারগাঁয়ের মারীখালি নদী থেকে লিজা (২২) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ সরকারি কলেজের পার্শ্ববর্তী মারীখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, স্থানীয়রা মারীখালি নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক ভাবে লাশের গাঁয়ে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের গায়ে পচন ধরেছে। নিহতের মামা মোঃ বাদল জানান, লিজা  সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের আনিছ ওরফে আলী নূরের মেয়ে। পাশ^বর্তী তাতুয়াকান্দি গ্রামে তার বিয়ে হয়। গত এক সপ্তাহ আগে তার দুই সন্তান রেখে স্বামীর বাড়ি থেকে সে বেরিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। খোঁজ খবর নিয়ে তাকে না পেয়ে সোনারগাঁ থানায় জিডি করা হয়। লিজার স্বামী সজিব মালয়শিয়া প্রবাসী। ঠিক কি কারণে এ হত্যাকান্ড তা পরিবারের কেউ বুঝতে পারছে না।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ মাহবুবুর রহমান জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button