সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে মহাসড়ক দখল করে কাঁচা বাজার: কার হাতে নিয়ন্ত্রণ, উৎকোচ যায় কোথায়

নিজস্ব সংবাদদাতা :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা – চট্রগ্রাম মহাসড়ক দখল করে কাঁচা বাজার বসানো হয়েছে। এতে সড়কে সৃষ্টি হচ্ছে যানজটের৷ ফলে পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী যাত্রীদের।

২৫ জানুয়ারি শনিবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ব্যস্ততম এলাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখল করে বসছে হাট-বাজার!

হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী না থাকায় দীর্ঘদিন মহাসড়কের উপর হাট-বাজার বসিয়ে বাণিজ্য করেছে একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে সড়কে চলাচলে মানুষের ভোগান্তি হলেও নীরব ভূমিকা প্রশাসনের। লোক দেখানো উচ্ছেদ অভিযান মাঝেমধ্যে দেখাগেলেও, ঠিক পরদিনই দেখা যায় সেই পুরনো চিত্র। এ কারণে সাধারণ মানুষের মধ্যে চরম সমোলচনা ও ক্ষোভ তৈরি হয়েছে।

মহাসড়কের এক পাশের একটি লেনের প্রায় ৩০০ ফুট দীর্ঘ এলাকা দখল করে মাছ তরকারি কাঁচামাল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে বসেন দোকানদাররা।

দোকানিরা এসব ব্যবসার করার বিনিময়ে দৈনিক বা মাসিক হারে ভাড়া পরিশোধ করলেও কার কাছে ভাড়া দেওয়া হয়- সেই কথা বলতে চান না ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কতিপয় ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মহাসড়কের উপর কাঁচা বাজার বসিয়েছে। এছাড়াও সড়কের জায়গা দখল করে গাড়ির স্ট্যান্ড বসিয়ে ছোট বড় বিভিন্ন যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের বক্তব্য উঠে আসে, আমরা সোনারগাঁয়ের যানজট নিরসনের চেষ্টা অব্যাহত রাখবো। প্রয়োজনে উচ্ছেদ অভিযান বার বার চালাবো।

Related Articles

Leave a Reply

Back to top button