সোনারগাঁয়ে ভূমিদস্যুতা নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কৃষি জমি ভরাটকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন হয়েছে।
পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নে নিজেদের কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে কান্দারগাঁও, ছয়হিস্যা,ভাটিবন্দরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ।
এ সময় মানববন্ধনে গ্রামবাসী অভিযোগ করেন, স্থানীয় ভুমিদস্যু ও দালালরা তাদের কৃষি জমি জোর করে দখল ও ভরাট করে একটি শিল্প কোম্পানির কাছে বিক্রির পায়তারা করছে। এর জন্য তারা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে দায়ী করেন।
সকালে এই মানববন্ধনের পর বিকেলে জৈনপুর বালুর মাঠে মানববন্ধন করে এলাকার আরেকপক্ষ। মানববন্ধন শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ করেন।
সকালে মানববন্ধনের উদ্যোক্তা জাকির হোসেনকে নৌ চাঁদাবাজ ও হত্যা মামলার আসামী আখ্যা দিয়ে, তার বিচার দাবি করেন ও ফাঁসি চাই, ফাঁসি চাই, স্লোগান দেন তারা।
এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও মহিলা সদস্যসহ দলীয় নেতাকর্মী এবং স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ।
মানববন্ধনে ইউপি সদস্যরা বলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সিনিয়র সহসভাপতি, জননন্দিত নেতা ও বারবার নির্বাচিত জনপ্রতিনিধি, মানবতার ফেরিওয়ালা খ্যাত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইইঞ্জিনিয়ার মাসুদুর রাহমান মাসুম ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করায় আমরা মর্মাহত ও ব্যথিত। আমরা এর তিব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি সোনারগাঁ থানার ওসিকে অনুরোধ করছি অবিলম্বে এই খুনি, চাঁদাবাজ পলিথিন জাকিরকে গ্রেফতার করুন। অন্যথায় এলাকার শান্তি রক্ষায় জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।