সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ২
সোনারাগাঁয়ে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ। অভিযানে গাঁজা বহনকারী একটি পিক-আপ জব্দ করা হয়। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ বারী। এ আগে একইদিন ভোরে মেঘনা টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা গোপীনাথপুর ইউনিয়নের গুণপাড়া এলাকার মৃত আবুল কাশেম এর ছেলে অপু মিয়া (৩৪) ও একই জেলা ও থানার রিনাকড়ি ইউনিয়নের ছয়দাবাজ এলাকার আব্দুল কাদিরের ছেলে স্বপন মিয়া (২৫)।
পুলিশ জানায়, মেঘনা টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় গাড়ী তল্লাসি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো। সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে তারা। তাদেরমাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।