সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খেলার বল আনতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিবুর (৮) ও জুনায়েদ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কাচঁপুর বেহাকৈর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের হাবিবুরের বাবা হানিফ মিয়া জানান, উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামে তাদের বাড়ীর পাশে বুধবার দুপুর ১২টায় তার ছেলে হাবিবুর বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল এসময় বল গিয়ে পুকুর থেকে বল আনতে গিয়ে পুকুরে পড়ে যায় পরে প্রতিবেশী বাদশা মিয়ার ছেলে জুনায়েদ তাকে বাঁচাতে গেলে দুজনেই ডুবে যায়। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে মদনপুর আলবারাকা হাসপালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনই  স্থানীয় লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button