আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এ এইচ এম মাসুদ দুলাল আনুষ্ঠানিক ভাবে প্রচারণায় নেমে পড়েছন কয়েক হাজার নেতা-কর্মীদের সাথে নিয়ে।
ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে তিনি নির্বাচনকে কেন্দ্র করে, বঙ্গবন্ধুকন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিনবার রাষ্ট্রক্ষমতায় থেকে সারা দেশকে যেভাবে উন্নয়নের মোড়কে সাজিয়েছেন সেই উন্নয়ন ফিরিস্তির লিফলেট বিতরণ করে নৌকার ভোট ও দোয়া চাইছেন সর্বস্তরের জনগণের কাছে।
রবিবার সকাল ১০ টায় সোনারগাঁ উপজেলার প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় প্রচারনার মধ্যদিয়ে শুরু করলেন এই প্রচারনা।
এভাবে উপজেলার সকল জনবহুল স্থানগুলিতে এই প্রচারনা চালানো হবে বলে জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এই নেতা এ এইচ এম মাসুদ দুলাল।