সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিখোঁজের ৫ দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২এপ্রিল২০২৫) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখা মেনিখালি নদীর পাশের বালুর মাঠের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ৬ এপ্রিল বিকেলে তিনি নিখোঁজ হন।

নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। নিখোঁজের পর তার ছেলে শামীম রেজা বাদি হয়ে ৭ এপ্রিল সকালে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

এলাকাবাসী জানান, শনিবার সকালে কান্দারগাঁও এলাকায় ঝোপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

  • সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, নিহত সিরাজুল কয়েকদিন যাবত নিখোঁজ ছিলেন। সে শারীরিকভাবে অসুস্থ থাকায় ধারণা করছি ঘটনাস্থলেই স্ট্রোক কিংবা অসুস্থ হয়ে পড়ে আর উঠতে পারেনি। তার দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button