উপজেলা কর্মকর্তা

সোনারগাঁয়ে দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিতে এসিল্যান্ড ফাইরুজ তাসনিমের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমি সেবা খাতে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নিয়েছেন কাচঁপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম। তাঁর উদ্যোগে এখন সাধারণ ভূমি মালিকেরা সরাসরি সরকারি সেবা পাচ্ছেন, দালালদের দৌরাত্ম্য হ্রাস পেয়েছে এবং অফিসে এসেছে স্বচ্ছতা।

দীর্ঘদিন ধরে ভূমি অফিসে দালালদের উপস্থিতি, অতিরিক্ত খরচ ও হয়রানির অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কাচঁপুর সার্কেল অফিসের ভেতর ও বাইরে অবস্থান নেওয়া কয়েকজন দালালকে সনাক্ত করে অপসারণের ব্যবস্থা নেন ফাইরুজ তাসনিম। এরপর থেকেই অফিসে ‘দালালমুক্ত ভূমি সেবা’ কার্যক্রম চালু করা হয়।

ফাইরুজ তাসনিম সোনারগাঁ টাইমসকে বলেন, দালালরা সাধারণ মানুষকে অযথা ভোগান্তিতে ফেলে। আমি চাই, জনগণ যেন শুধুমাত্র সরকারি নির্ধারিত ফি দিয়েই সরাসরি সেবা পায়। কেউ যেন আর অতিরিক্ত টাকা খরচ করতে বাধ্য না হয়।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত রাখা। জনগণের সেবা নিশ্চিত করাই আমার দায়িত্ব। এ পথে বাধা এলেও আমি জনগণের পাশে থাকব।

স্থানীয় এক মুক্তিযোদ্ধা বলেন, আগে ভূমি সংক্রান্ত ছোটখাটো কাজেও দালালের সহায়তা নিতে হতো। এখন মানুষ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে দেখা করতে পারছে। অভিযোগ ও সমস্যা দ্রুত সমাধান হচ্ছে।

সাদীপুর ইউনিয়নের কৃষক মোঃ রুহুল আমিনের ভাষায়, আগে জমির নামজারির জন্য দালালের হাতে টাকা দিতে হতো। এখন অফিসে দালাল দেখা যায় না, আমরা নিজেরাই কাজ করতে পারছি। এতে সময় ও খরচ দুই-ই কমেছে।

স্থানীয়দের ধারণা, সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমের এই পদক্ষেপ কাচঁপুর সার্কেলের ভূমি সেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে এবং জনগণের আস্থা আরও বৃদ্ধি করবে।

সংবাদকর্মীদের মন্তব্য : সোনারগাঁয়ে দালালমুক্ত ভূমি সেবা উদ্যোগ প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগ অন্য উপজেলা প্রশাসনের জন্যও অনুকরণীয় হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button