রাজনীতি

সোনারগাঁয়ে জামায়াত প্রার্থীর ফেস্টুন ছেঁড়া, নিন্দা ও দোষীদের বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভুইয়ার নির্বাচনী ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, শনিবার গভীর রাতে বারদী ইউনিয়নের বিভিন্ন জায়গায় টানানো অসংখ্য ফেস্টুন ছিঁড়ে রাস্তার পাশে ও পানিতে ফেলে যায় দুর্বৃত্তরা।

আজ রোববার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এ ঘটনার নিন্দা জানান। তাঁদের বক্তব্য, সরকার পরিবর্তনের পর দেশে সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশিত হলেও সাম্প্রতিক সময়ে জামায়াতের সভা-সমাবেশ ও প্রচারে বাধা দেওয়া হচ্ছে। তাঁরা ঘটনাটিকে ‘অগণতান্ত্রিক’ বলে উল্লেখ করেন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতে নানা বাধা-নিষেধের মুখে পড়লেও জামায়াতে ইসলামী সংগঠন হিসেবে টিকে আছে এবং জনগণের সমর্থনও বেড়েছে। ফেস্টুন ছেঁড়ার মতো কর্মকাণ্ডে দলটির অগ্রযাত্রা থামানো যাবে না বলেও দাবি করেন তাঁরা।

স্থানীয়দের বক্তব্য, স্থানীয় কয়েকজনের ধারণা, ১৭ নভেম্বর বারদী ইউনিয়নের শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের পাশে সোনারগাঁ উপজেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ ঘিরে উত্তেজনার কারণে অতি উৎসাহী কিছু বিএনপি-কর্মী ফেস্টুনগুলো ছিঁড়ে থাকতে পারেন।

বিএনপির প্রতিক্রিয়া, অভিযোগ অস্বীকার করে সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু বলেন, ফেস্টুন ছেঁড়া নিন্দনীয় কাজ। শুধু জামায়াত নয়, বিএনপিরও অনেক ফেস্টুন বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলা হচ্ছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

Related Articles

Leave a Reply

Back to top button