সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামাতে ইসলামীর আয়োজনে এই কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূ’রা সদস্য ও
নারায়ণগঞ্জ-০৩, সোনারগাঁ আসনের এমপি মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা জামায়াতের তদারককারী মাওলানা আশরাফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, বন্দর উপজেলা জামাতে ইসলামীর আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, সোনারগাঁ উপজেলা জামাতে ইসলামীর আমির মাহবুবুর রহমান, সোনারগাঁ উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা।শুক্রবার ২৩ মে সকালে উপজেলার পিরোজপুর এলাকায় যারা কমিনিটি সেন্টারে ১৬০ জন কর্মী নিয়ে অনুষ্ঠিত হয় এই কর্মী বৈঠক।
অনুষ্ঠানের শুরুতে অর্থসহ কোরআন তেলাওয়াত করেন সোনারগাঁ উপজেলা জামাতে ইসলামীর ওলামা বিভাগের প্রধান মাওলানা, সাইকুল হাদিস আল্লামা ফেরদাউস হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর, শম্ভপুরা, মোগরাপাড়া, বৈদ্যের বাজার, পৈরসভা ও সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামের কর্মীরা উপস্থিত ছিলেন।