সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে চারটি বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে

নিজস্ব সংবাদদাতা :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় চারটি বাড়িতে দুষ্কৃতকারীরা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সন্ধা সাড়ে সাতটার সময় এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন। রাত দশটার সময় জানাযায় পরিস্থিতি শান্ত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক চর কিশোরগঞ্জ গ্রামের কয়েকজন মুঠোফোনে জানায়, সোহেল, মুকুল, শামিম আহমাদ স্বপন ও মরহুম সাবেক নাসির মেম্বারের বাড়িতে ভাংচুর ও লুটপাট করে।
তিন গ্রামের লোকজন প্লান করে দেশীয় অস্ত্রের সস্ত্রে সজ্জিত হয়ে তারা ৫০-৬০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলায় অংশনিতে দেখা যায়- আব্দুল মোতালেব, পিতা আবুল হক। শাহাদাত, পিতা আব্দুল মোতালেব। গ্রাম চর হোগলা।

ফারুক, পিতা মৃত শাহজালাল। বাবু গাজী, পিতা রহমত গাজী। শহীদ, পিতা জালাল। মাসুদ, পিতা মৃত শাহজালাল। রহমত উল্লা, পিতা মৃত শাহজালাল। সাব্বির পিতা মোস্তফা। উবয় সাং মধ্যচর হোগলা।

নাহিদ পিতা নুরুল। মহিন, পিতা নুরুল ইসলাম। জসিম পিতা হোচন আলী। সাইফুল পিতা মৃত সিরাজুল হক। পলাশ পিতা নুরুল হক। জয়,পিতা দরবেশ আলী। শামীম, পিতা নুরুদ্দিন। সেলিম, পিতা নুরুদ্দিন। সর্ব সাং চরহোগলা।

রিমন, পিতা আমান। আসাদুল্লা, পিতা মৃত সাত্তার মুন্সী। সর্ব সাং চর কিশোরগঞ্জ।

Related Articles

Leave a Reply

Back to top button