সোনারগাঁওয়ের নাহিদ সুলতানা জুবলী মেমোরিয়াল হাই স্কুলে ভর্তি কার্যক্রম চলছে
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
 সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামে সফলতার নতুন আঙ্গিকে”নাহিদ সুলতানা জুবলী মেমোরিয়াল হাই স্কুল’এ ২০২২ইং শিক্ষাবর্ষে ভর্তি চলছে।
সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামে সফলতার নতুন আঙ্গিকে”নাহিদ সুলতানা জুবলী মেমোরিয়াল হাই স্কুল’এ ২০২২ইং শিক্ষাবর্ষে ভর্তি চলছে।
আধুনিক শিক্ষাব্যবস্থা ও তথ্য প্রযুক্তি নির্ভর কোলাহল মুক্ত পরিবেশে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুরে অবস্থিত সোনারগাঁও রিসোর্ট সিটির বালু মাঠে ২০১৯ সালে গড়ে উঠেছে “নাহিদ সুলতানা জুবলী মেমোরিয়াল হাই স্কুল”।
বিদ্যালয়টিতে ২০২২ শিক্ষাবর্ষে “৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি” পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে….
শিক্ষানুরাগী ও সরল স্বভাবের অধিকারী মরহুম নাহিদ সুলতানা জুবলী ম্যাডামের স্বরণার্থে একদল উচ্চশিক্ষিত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে এই স্কুলটি।
 নিরাপত্তায় বেষ্টিত আধুনিক এই স্কুলে রয়েছে উন্নত পাঠদান ব্যবস্থা, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও সার্বিক নিরাপত্তায় আয়া এবং দারোয়ান।
নিরাপত্তায় বেষ্টিত আধুনিক এই স্কুলে রয়েছে উন্নত পাঠদান ব্যবস্থা, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও সার্বিক নিরাপত্তায় আয়া এবং দারোয়ান। 
তাই আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যৎ ও উচ্চ শিক্ষায় সুশিক্ষিত করার লক্ষে এখনোই চলে আসার আমন্ত্রণ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।
 
				



