সেনপাড়া একতা যুব সংঘের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
১৪ ই ফেব্রুয়ারী কথিত ভালোবাসা দিবসে সুস্থ সস্কৃতির বিকাশে ব্যতিক্রমী আয়োজন করেছে কাঁচপুরের সেনপাড়া একতা যুব সংঘ।
বিজাতীয় সস্কৃতি থেকে তরুনদের ফিরিয়ে সুস্থধারার ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা।
এতে ইসলামী সঙ্গীত ও দেশাত্ববোধক গান-কবিতা পরিবেশন করেন, দেশের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা।
কাঁচপুরের সেনপাড়া জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে উক্ত আয়োজনে তরুনদের মাঝে ব্যাপক সাড়া পড়ে।
অনুষ্ঠানে অংশ নেয়, কলরব শিল্পী গোষ্ঠীর আবু রায়হান এবং সাইদুজ্জামান নূর। দাবানল শিল্পী গোষ্ঠীর সুর সম্রাট আনিস আনসারি এবং শাহাদাৎ হোসেন
এরপর পর্যায়ক্রমে ছিলেন স্বপ্নসুর শিল্পী গোষ্ঠী, ভোকাল স্টুডিও টিম এবং আহরণ শিল্পী গোষ্ঠী।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন আব্দুর রহমান মেম্বার। অনুষ্ঠান আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাদিক, শাওন, আরফিন, রোহান, রিমন, রহমান, বিপ্লব হাসান, হৃদয় হাসান, ওমর ফারুক
সাব্বির রাহমান, মাহাতাব মাহিন প্রমুখ।