সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণসংযোগে প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার বক্তব্য

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাপক গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের সোনামিয়া মার্কেট ও আদমজীনগর এলাকায় অনুষ্ঠিত এ গণসংযোগে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

গণসংযোগ চলাকালে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রিন্সিপাল ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, চাঁদাবাজমুক্ত সমাজ বিনির্মাণ, আদর্শ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য ইসলামের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে একত্রিত হতে হবে। দেশের উন্নয়ন ও শান্তির জন্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের আস্থা অর্জন করে ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করছে। আমরা ন্যায় ও আদর্শের পথে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

গণসংযোগে প্রায় শতাধিক স্থানীয় ভোটার অংশ নেন। এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া খোলা মসজিদে এশার নামাজ আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ জামায়তের সেক্রেটারি শহিদুল ইসলাম শহিদ, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল গফুর মোল্লা, ৬ নং ওয়ার্ড (উত্তর) সভাপতি জাহাঙ্গীর আলম, (দক্ষিণ) সভাপতি আলমগীর হোসাইন, ৬নং ওয়ার্ড সেক্রেটারি মিলন মাস্টার, জামায়ত সমর্থক আনোয়ার হোসাইন, মো শাহজালাল, আনোয়ার শেখ, ইসমাইল হোসেন ইমন, ওবায়দুল্লাহ, মোখলেছুর রহমান, এবং স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Back to top button