সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার শাহনাজ পারভীন লিপির (৪৫) মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
জানাযায়, ১০ মে শনিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, ১ছেলে ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল ৯টায় চর গোয়ালদী গ্রামে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
মরহুমার মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া এক শোক বার্তায় লিখেছেন- চর গোয়ালদী গ্রামের আমার খুবই প্রিয় ভাই জনাব আক্তার হোসাইন এবং জনাব আনোয়ার হোসাইন এর বড় ভাবি শাহনাজ পারভীন লিপি (৪৫) মৃত্যুতে আমি গভীর গভীর ভাবে শোক প্রকাশ ও দোয়া করছি-দোয়া কামনা করছি -আল্লাহ তাকে ক্ষমা করুন জান্নাতের উঁচু মাকাম দান করুন। পরিবারের সদস্যদের সবর করার তাওফিক দান করুন।