সাদিপুর ইউপির ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আব্দুল্লাহ আল ফয়সালের মনোনয়নপত্র জমা
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
আসন্ন সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ রবিবার সকালে সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। তার নির্বাচনে অংশ গ্রহণ করার ঘোষণা শুনে সাদিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শত শত গ্রামবাসী তাকে স্বাগতম জানিয়ে তার পক্ষে গণসংযোগ করে যাচ্ছেন। তিনি নির্বাচনে নির্বাচিত হতে ৩নং ওয়ার্ডের দলমত নির্বিশেষে সকল নারী পুরুষের সহযোগীতা কামনা করেছেন। এ বিষয়ে তিনি বলেন,
প্রথমে দয়াময় আল্লাহর দয়া ও ৩ নং ওয়ার্ডের সম্মানিত জনগনের কাছে দোয়া চাই।
আগামী ২৮ নভেম্বর ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আপনাদের ভোটেই নির্বাচিত হবে একজন মেম্বার। তাই আপনাদের সচেতন হওয়া জরুরি। আমি আশা করি,আপনারা যোগ্য প্রার্থীকে সমর্থন করবেন এবং ভোট দিবেন ইনশাআল্লাহ।
আমার মনে হয় অতিতের মেম্বারগন জনগনের আস্থা অর্জন করতে পারে নি।তাদের যে দায়িত্ব ছিল সেটা সফলভাবে পালন করতে পারে নি।
★আমি মেম্বার নির্বাচিত হলে,সরকারী সকল অনুদানের পাশাপাশি নিজ অর্থায়নে কাজ করে প্রথমে প্রমান করব আমি আপনাদেরই লোক।
★মানুষের মৌলিক চাহিদার উপর গুরুত্ব দিব এবং সরকারি যে সহযোগিতা জনগনের জন্য বরাদ্ধ তা সুষমভাবে আপনাদের পরামর্শে বন্টন করব।
★সমস্ত রাস্তা মেরামত করব এবং যেখানে চলাচলের জন্য রাস্তা নেই সেখানে রাস্তা নিশ্চিত করব।সরকারি কর্মচারীদের সাথে সুসম্পর্ক রেখে সরকারি সকল সুবিধা এলাকার মানুষের মাঝে বিলিয়ে দিব।
★ প্রত্যকটি কাজ পারস্পরিক সহযোগিতা ও সমন্নয়ের মাধ্যমে করব।
★নিজে দূর্নীতিমুক্ত থাকব এবং একটি দূর্নীতিমুক্ত সমাজব্যবস্থা চালু করতে চাই।
★এদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী তাই নারীদের সমাজিক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।
সবশেষে সবার সুস্বাস্থ কামনা করছি। আল্লাহ যেন আমাকে আপনাদের সেবায় নিয়োজিত রাখে।