সমাজ ও রাষ্ট্র পরিচালনার যোগ্য কর্মী হিসেবে নিজকে গড়ে তুলতে হবে -মমিনুল হক সরকার
নিজস্ব সংবাদদাতা :
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, সমাজ ও রাষ্ট্র পরিচালনার যোগ্য কর্মী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। একটি কল্যাণমূখী, আদর্শ ও ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য দরকার সৎ, নীতিবান আদর্শবান নেতৃত্ব ও কর্মী বাহিনী। সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব তৈরির জন্য জামায়াতে ইসলামী তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াত আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষা বৈঠকে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
জেলা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমা, সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, মাওলানা আশরাফুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, মুফতী জাহাঙ্গীর আলম। মাওলানা আবদুল মজিদ প্রমূখ।
মমিনুল হক সরকার আরো বলেন, ইসলামের শ্বাশ্বত আদর্শই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। কুরআন সুন্নাহর ভিত্তিতে ব্যাক্তি পরিবার সমাজ গঠনে শান্তি ফেরাতে পারে।