সোনারগাঁয়ের খবর

সবজির গাড়ীতে গাঁজা পাচারকালে মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিনিধি :


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সবজির গাড়িতে অভিনব কায়দায় ৫৪ কেজি গাঁজা পাচারকালে সাদ্দাম হোসেন নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এসআই অলিয়ার রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে একটি পিআপ থেকে কয়েকটি বস্তা ভর্তি ৫৪ কেজি গাঁজা ও পিকাপ জব্দ করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ বারী জানান, লক্ষিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে এক গাজা ব্যবসায়ী বিপুল পরিমাণ গাজা নিয়ে আসতেছে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে ৫৪ কেজি গাঁজা সহ মাদক কারবারিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button