চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী মা’রা গেছেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা আমীর শাহ আহমদ শফীর মৃ’ত্যুর ১১ মাসের মাথায় চলে গেলেন প্রতিষ্ঠাতা মহাসচিব বাবুনগরীও।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
অর্থ: আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। (সূরা বাকারা, আয়াত ১৫৬)
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ওই মাদরাসায় নিজ কক্ষে শোয়া অবস্থায় অ’জ্ঞান হয়ে পড়েন বাবুনগরী। পরে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে আনার পর বেলা সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
জানাযায়, মৃত্যুর আগে ওনার ডায়াবে’টিস বাড়তি ছিল। প্রেশার এবং হা’র্টের সম’স্যা ছিল। সত্তরোর্ধ জুনায়েদ বাবুনগরী গত ৮ আগস্ট হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে গিয়ে কো’ভি’ড ভ্যা’কসি’নের প্রথম ডো’জ নিয়েছিলেন।