সোনারগাঁ

শৃঙ্খলা ভংঙ্গের অভিযোগে সোনারগাঁ ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে এবং একই সাথে একটি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সংগঠনের শৃঙ্খলা ভংঙ্গের অভিযোগে ও অর্থের বিনিময়ে কমিটি দেওয়ায় এ সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি হাসান রাশেদ ও সাধারন সম্পাদক রাসেল মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ কমিটির সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষনা করা হলো। একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী হওয়ায় সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হলো।

এর ফলে কেন্দ্রীয় ছাত্রলীগ নতুন কমিটি ঘোষনা ও পরবর্তি কোন সিদ্বান্ত কেন্দ্র থেকে না আসা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

Related Articles

Back to top button