শত শত আলেমের উস্তাদ আল্লামা নোমান ফয়জী রহ. এর জানাযা-দাফন সম্পন্ন
কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
লাখো মুসল্লির অংশগ্রহণে জানাযা নামায ও দাফনকার্য সম্পন্ন হয়েছে এদেশের শত শত আলেমের উস্তাদ আল্লামা নোমান ফয়জী রহ. এর।
এর আগে হাটহাজারী উপজেলাধীন মেখল ইউনিয়নে অবস্থিত দেশের বৃহৎ ও অন্যতম মাদরাসা- মেখল হামিউচ্ছুন্নাহর মুহতামিম/পরিচালক নিযুক্ত হয়েছেন- এর প্রতিষ্ঠাতা মুফতি ফয়জুল্লাহ রহ.র দৌহিত্র মাওলানা উসমান ফয়জী।
তিনি সদ্যমৃত আল্লামা নোমান ফয়জী রহ.এর মেঝো ভাই।
জানাযা পূর্ব আলোচনায় অংশ নেন- হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।
প্রধান মুফতি মাও. নূর আহমদ, মুহাদ্দিছ মুফতি জসিম উদ্দিন, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাও. ফোরকান আহমেদ, মরহুমের সন্তান মুফতি হাসান ফয়জী।
মরহুমের বড় সন্তান এবং হেফজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী বৃহৎ জমায়েতের এই জানাযায় ইমামতি করেন।
লাখো মুসল্লির যাতায়াত নির্বিগ্ন করতে মাদরাসার ছাত্র, এলাকার যুবক স্বেচ্ছাসেবক ছাড়াও চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ টিম দায়িত্বে ছিলেন।
পথে পথে মুসল্লিদের ফ্রি শরবত, পানীয়, শুকনো খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবীরা, যাতে তৃষ্ণা ও খিদে মিটেছে মুসল্লীদের।