র্যাব -৩ এর তল্লাসীতে এক পুলিশ সদস্য ২৪০ বোতল ফেনসিডিলসহ আটক
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চৌরাস্তা এলাকায় বিভিন্ন যানবাহনে তল্লাসীর সময় পুলিশের এসআই কায়কোবাদকে(৩০) বিদেশি পিস্তল ও ২৪০ বোতল ফেনসিডিলসহ তার ২ জন সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেন (৩০) আটক করেছে র্যাব -৩।
গত সোমবার রাতে আটককৃত পুলিশ সদস্য কায়কোবাদ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পুলিশ ফাঁড়িতে কর্মরত বলে র্যাব জানায়।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র্যাব-৩ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। এসময় একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২৪০ বোতল ফেনসিডিল ও দুটি হ্যান্ডকাফসহ তিনজনকে আটক করা হয়।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, র্যাব-৩ আটক তিনজনকে সোমবার রাতে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরন করা হয়েছে।