রূপগঞ্জ

রূপগঞ্জে পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

ডেস্ক নিউজ, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় চলাচলরত লেগুনার চালক ও হেলপারদের ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার সময় একজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (২৩ অক্টোবর) এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত চাঁদাবাজ হলো মোঃ উজ্জ্বল (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন তারাবো এলাকায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন লেগুনার চালক ও হেলপারদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়িপ্রতি দৈনিক ৮০ টাকা থেকে ১০০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন লেগুনার চালক বা হেলপার চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামী তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button