রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয় -ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী হাজী মোঃ শাহীন আহমদ যৌথ বিবৃতিতে বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের নতুন সময় উল্লেখ করার মধ্য দিয়ে কার্যত অন্তর্র্বতী সরকারের ওপর নির্বাচনী চাপ তৈরির প্রক্রিয়া শুরু করছে বড় দলটি।
এতে করে অন্তর্র্বতী সরকার তাদের কাজে মানসিক চাপ পাচ্ছে, ফলে সংস্কার কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। আমরা মনে করি অন্তর্র্বতী সরকার সবচেয়ে শক্তিশালী সরকার এবং কোন দলের সরকার নয় যে, ভয় পেতে হবে। কারো চাপে ভয় না করে নির্বিঘের্ কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
আজ সোমবার দলটির ঢাকা জেলা দক্ষিণ নেতৃবৃন্দ গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ নেতৃবৃন্দ মনে করে, কাক্সিক্ষত সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচন অনুষ্ঠান হবে আত্মঘাতী। এর মধ্য দিয়ে আগের ফ্যাসিবাদী শাসন ফেরার পথ সুগম করবে। পূর্বের সরকারগুলো ক্ষমতায় গিয়েসংস্কার করবে বলে ক্ষমতায় গিয়ে নিজেদেরকে ক্ষমতায় কভাবে দীর্ঘায়িত করা যায় তা নিয়ে ব্যস্ত থাকে। ফলে ক্রমেই ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়। এজন্য যেহেতু পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষিতে দেশের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবের একটা সুযোগ এসেছে। এ জন্য সংস্কার শেষ করেই নির্বাচন হওয়া প্রয়োজন।