সারাদেশ

রংপুরে পরিবেশ রক্ষায় মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা :

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (পরউস)–এর উদ্যোগে রংপুর জেলা শাখার আয়োজনে শনিবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার আহ্বায়ক মোঃ হাসান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হন।

সভায় বক্তারা পরিবেশের ক্রমাবনতি, বনভূমি নিধন, দূষণ বৃদ্ধি এবং জলবায়ুর বিরূপ প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তাঁরা বলেন, একটি গাছই পারে একটি প্রাণ বাঁচাতে। প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখে, তাই প্রকৃতিকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাকিবুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, রাব্বি হাসান, মোঃ মমিনুল ইসলাম, মোঃ রেজাউল ইসলাম, মোঃ রাজিউল ইসলাম, মোঃ রিয়াজুল ইসলাম, মমিনুল ইসলাম মমিন, রফিকুল ইসলামসহ আরও অনেকে। তাঁদের একাত্মতা ও সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানে নতুন প্রাণ যোগ করে।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহের মুন্সী, মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, বীরশ্রেষ্ঠের সন্তান মোঃ আব্দুল জলিল, মোঃ জমির উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষকরা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম সরকার, মোঃ মোখলেসুর রহমান, শ্রী রনু, শিক্ষিকা আফরোজা বেগমসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের অংশ হিসেবে উপস্থিত অতিথিদের মাঝে প্রতীকী চারা বিতরণ করা হয়। বক্তারা ভবিষ্যতে আরও বিস্তৃত কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে সবাই একসঙ্গে উচ্চারণ করেন, সবাই মিলে গড়বো দেশ, দূষণমুক্ত বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button