রাজনীতি

মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা :


গত ২৯ সেপ্টেম্বর জাতীয় অনলাইন নিউজ পোর্টালে সোমবার ৩০ সেপ্টেম্বর জাতীয় দৈনিক কয়েকটি পত্রিকায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে “বিএনপি নেতা আতাউর রহমান গ্রেফতার” শিরোনামে করা সংবাদে ভুলবশত বা কারোর যোগসাজশে সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এর নাম উল্লেখ করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে।

সোনারগাঁ টাইমস এর মাধ্যমে ঐ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন।

নিজাম উদ্দিন বলেন, একটি কুচক্র মহল সোনারগাঁ উপজেলা বিএনপির বদনাম ছড়াতে এসব করতে পারেন।

তিনি আরো বলেন, একজন লোককে প্রশাসন আটক করছে সেই সংবাদের ভিতরে আমাকে ও বাবুল রাকিব নামের আরো দুই জনকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাবুল, যুবদল নেতা রাকিবসহ আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।

আমরা উক্ত মানহানিকর মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মো: নিজাম উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি।
বাবুল হোসেন বিজয়।
সদস্য সচিব উপজেলা কৃষক দল ।
রাকিব হাসান।
যুবদল সোনারগাঁও উপজেলা ।

Related Articles

Back to top button