নারায়ণগঞ্জ

মামুন মাহমুদের নেতৃত্বে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

নতুন কমিটিতে প্রথম যুগ্ম-আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এছাড়া যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন মাশুকুল ইসলাম রাজীব ও শরীফ আহমেদ টুটুল। একমাত্র সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন।

অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং পূর্বে জেলা বিএনপির সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।

এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং সাধারণ সম্পাদক ছিলেন গোলাম ফারুক খোকন। ২০২৩ সালের ১৭ জুন অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তারা নেতৃত্বে আসেন। তবে, কমিটি পূর্ণাঙ্গ হওয়ার আগেই তা বিলুপ্ত ঘোষণা করা হয়।

সে সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই আগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button