পুলিশ

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে কাঁচপুরে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা

মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়ন। শনিবার (১১ জানুয়ারি) সোনারগাঁয়ের কাঁচপুর পুলিশ ফাঁড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নোত্তরে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ অ্যাডিশনাল ডিআইজি ড. আ.ক.ম আকতারুজ্জামান বলেন, চাঁদাবাজী, অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে হাইওয়ের আপোষহীন। সুস্পষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। শিমরাইল, কাঁচপুর ও ভুলতা হাইওয়ে থানার আওতায় সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার সীমা রানী সরকার, কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ কাজী ওয়াহেদ মোর্শেদ, ভুলতা হাইওয়ে থানার ইনচার্জ আলী আশরাফ, শীমরাইল আবু নাঈম সিদ্দিক, ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার সাংবাদিক ও মিডিয়াকর্মীরা।

Related Articles

Leave a Reply

Back to top button