
সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের বিশিষ্ট ধর্মপ্রাণ নারী মরহুমা আয়েশা বেগমের (৯০) জানাজায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় নানাখী কওমী মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত থেকে ড. ইকবাল ভূঁইয়া বলেন, আমার প্রিয় ভাই দেওয়ান মুহাম্মদ খোরশেদ আলম ভাইয়ের “মা” ও হাফেজ আব্দুল খালেক সাহেবের সহধর্মিণী মরহুমা আয়েশা বেগমকে হারিয়ে আমরা একজন মা, একজন দাঈ, একজন দানবীর ও সমাজের অভিভাবককে হারালাম। মহান আল্লাহ তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাজায় আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, সাবেক মহানগর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ, অধ্যক্ষ মাওলানা আ. জ. ম. আতাউল্লাহ, মাওলানা ইসহাক মিয়া, মাওলানা ইব্রাহিম হাসান, মাওলানা এনায়েত হোসেন, মাওলানা রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসাইন, ডা. শফিকুল ইসলাম মোল্লা ও মরহুমার বড় ছেলে এডভোকেট দেওয়ান মুহাম্মদ খোরশেদ আলমসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও গ্রামবাসী।




