বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামি আদর্শের বিকল্প নেই -মুহাম্মদ আবদুর রব
নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব বলেছেন, মানবতার মুক্তির জন্য ইসলামই আল্লাহর পক্ষ হতে মনোনীত জীবন ব্যবস্থা।
একটি বৈষম্যহীন, শোষণ, বঞ্চনাহীন, দারিদ্র্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামি আদর্শের বিকল্প নেই।
তিনি শুক্রবার ২১ মার্চ সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত উপজেলাসমূহের কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল মান্নান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার। উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, মাওলানা আশরাফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, মাওলানা মজিবুর রহমান মিয়াজী, মাওলানা আবদুল মজিদ, এডভোকেট ইসরাফিল হোসাইন প্রমূখ।