রাজনীতি

বৈরি আবহাওয়াতেও গণসংযোগ, ভোটারের দ্বারে দ্বারে জামায়াত নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মন জয় করতে বৈরি আবহাওয়াতেও বৃষ্টিতে ভিজে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ডক্টর মো. ইকবাল হোসাইন ভূঁইয়া ও জামায়াত নেতৃবৃন্দ।

সরেজমিনে দেখা গেছে, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ( রবিবার) সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঐতিহাসিক কাইকারটেক হাটে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ভিজেই দাঁড়িপাল্লার পক্ষে গণসংযোগ করেন জামায়াত নেতাকর্মীরা।

এ সময় জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ডক্টর মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, কুরআনের ঝান্ডা কে সমুন্নত রাখতে, কোরআনের সংবিধান ও সংসদে কায়েমের লক্ষ্যে অসংখ্য নেতাকর্মীদের সাথে নিয়ে বৃষ্টিতে ভিজেই নেমে পরলাম গণসংযোগে।

তিনি আরো বলেন, আল কুরআনের সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করতে হবে। তাই বৃষ্টির দিনেও আল কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি।

আমরা আশা করছি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম মোল্লা, মোগরাপাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি মাওলানা বেলয়েত হোসেন, যুব বিভাগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম,জামায়াত নেতা মোহাম্মদ আবু তালেব, মাওলানা মোঃ শাহিনসহ অসংখ্য নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Back to top button