নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারীর শেষ রক্ষা আর হলো না। তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। তাকে আবাদত ঢাকা রেঞ্জ অফিসে যুক্ত হবার আদেশ দেওয়া হলেও। বিশ্বস্ত সূত্রে জানাযায় খাগড়াছড়ি জেলায় তার পোস্টিং হবে।
মঙ্গলবার ১৮ মার্চ ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) আসিফ ইমাম। তিনি বলেন, আব্দুল বারীকে প্রত্যাহার করা হয়েছে এবং থানার নতুন ওসি সাহেব অলরেডি চার্জে আছেন, তিনি যুক্ত হবেন।
ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) একেএম আওলাদ হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল বারীকে প্রশাসনিক কারণে তাৎক্ষণিক বদলি করে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।
এরআগে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলমের স্বাক্ষরিত চিঠিতে বদলির আদেশ দেওয়া হয়। তবে, ওই বদলির আদেশটি বিভিন্ন কৌশলে বাতিল করাতে সক্ষম হয়েছিল আব্দুল বারী।
সবশেষ গত বছরের ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান তিনি।
প্রত্যাহার হওয়া এই ওসি সোনারগাঁ উপজেলায় বিতর্কিত কর্মকর্তা হিসেবে জনসাধারণের কাছে পরিচিত লাভকরেছেন। যোগদানের পর হতে নিজেকে বিএনপি সমর্থিত ব্যক্তি দাবির মাধ্যমে মামলা বাণিজ্য ও গ্রেফতার বাণিজ্যের অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে পুলিশের দারস্থ হওয়া ভুক্তভোগীদের সঙ্গে অসদ আচরণের একাধিক অভিযোগ ঢাকা রেঞ্জের ডিআইজি ও পুলিশ হেডকোয়াটার্স বরাবর করা হয়েছিল।