রাজনীতি

বিএনপি-জামায়াতে দ্বন্দ্ব ইফতার মাহফিল পণ্ড : প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় সংগঠন মামুদপুর ইউনিয়নের আয়োজিত ইফতার মাহফিলে বি এন পির পরিচয়ে একদল লোক বাধা প্রদান ও প্যান্ডেল খুলে ইফতার মাহফিল পন্ড করে দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জামাতের নারায়ণগঞ্জ জেলা শাখা।

মঙ্গলবার (১৮ মার্চ ) দলীয় ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে দলটির জেলা আমির মমিনুল হক সরকার ও সেক্রেটারি হাফিজুর রহমান প্রতিবাদ লিপিতে বলেছেন, ঐতিহ্যগতভাবে জামায়াতে ইসলামী সব সময় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে করে থাকে। ইফতার মাহফিলে যেমন কুরআন হাদীসের আরোচনা হয় একইভাবে একটি সমপ্রীতির পরিবেশ তৈরী হয়। বিগত সতেরো বছর ফ্যাসিস্টদের দুঃশাসনমালে জামায়াতে ইসলামীকে কোনো সভা সমাবেশ করতে দেয়া হয়নি। কোথাও কোনো ইফতার মাহফিল ফ্যাসিস্টরা করতে দেয়নি।

ছাত্র-জনতার গণ অভ্যূত্থানে ফ্যাসিস্টদের বিদায়ের পরেও একটি নীরিহ ইফতার অনুষ্ঠান প্রোগ্রামে বাঁধা দানে আমরা বিস্মিত ও হতবাক।

উল্লেখ্য গতকাল ১৭ মার্চ জামায়াতে ইসলামী মামুদপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে বি এন পির পরিচয়ে একদল লোক বাধা প্রদান করে ও প্যান্ডেল খুলে নিয়ে যায়।

বিবৃতিতে তারা বলেন, ফ্যাসিবাদের দ্বারা সবচেয়ে নির্যাতিত সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিগত আওয়ামী দুঃশাসনামলে আমাদের শীর্ষ দশজন নেতাকে বিচারিক অসাধুতার মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে এবং চিকিৎসা না দিয়ে কারাগারের মধ্যে হত্যা করা হয়েছে। সহস্রাধিক নেতা-কর্মীকে গুম, ও ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছে।

আহতদের সংখ্যা কয়েক হাজার, কয়েকশত কর্মী হাত পা হারিয়ে পঙ্গুত্বের জীবন যাপন করছে। সারাদেশে কোথাও সাংগঠনিক অফিস খুলতে দেয়া হয়নি। মিছিল দেখামাত্রই গুলি ও গ্রেফতার করা হতো। সেই ফ্যাসিস্টদের বিদায়ের পরেও যদি আবার আমাদেরকে কারো দ্বারা ফ্যাসিবাদী আচরণের শিকার হতে হয়, তা সত্যিই দুঃখজনক।

বিবৃতিতে তারা আরো উল্লেখ করেন, ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে বি এন পি জামায়াতে ইসলামী সব সময় একত্রে সোচ্চার ছিল। পট পরিবর্তনের পর কারা এই সম্প্রীতি নষ্ট করতে তৎপর সেই বিষয়ে বি এন পির উর্ধ্বতন নেতৃবৃন্দকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান ।

Related Articles

Back to top button