বঙ্গবন্ধুর জম্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে এতিমদের সাথে খাবার খান এমপি খোকা
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সােনারগাঁয়ের দিনভর বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়েছেন জাতীয়পার্টির অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হােসেন খােকা।
বুধবার সকালে উপজেলা পরিষদ প্রঙ্গনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়ােজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচি আরম্ভ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামকে সাথে নিয়ে ভট্টপুর যােলপাড়ায় মাদ্রাসাতুস সিরাতুল মুস্তাকিম ও এতিম খানায় ছাত্রদের সাথে দুপুরের খাবার খান এবং জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়ােজন করেন।
প্রথম প্রহরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম , জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত , উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভােকেট শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মাে. আবু নাইম ইকবাল, কাউন্সিলর জাহেদা আক্তার মনি, জাহানারা রহমান, মাহমুদ আকতার, জহিরুল হক , আবদুর রউফ , ডা . আবদুর রউফ , ইউসুফ দেওয়ান , জাহিদ হাসান জিন্নাহ , মােহাম্মদ আলী মেম্বার , আবুল হাসেম , হাজী মােহাম্মদ আলী প্রমুখ।