প্রেমের ফাঁদে ফেলে প্রেমিককে লুটে, ধরাখেল প্রেমিকা জুই
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
প্রেমের ফাঁদে ফেলে নোয়াখালীর পারভেজ ( ২১ ) নামের এক যুবককে বিয়ের প্রলোভন দেখিয়ে সোনারগাঁয়ে ডেকে এনে পিটিয়ে সব লুট করে নেয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁয়ের মেয়ে মােছাঃ জুইয়ের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় পারভেজ নিজেই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানাযায়, সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামের জলিলের মেয়ে মােছাঃ জুই (১৮) এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর পারভেজ ( ২১ ) নামের এক যুবকের গত ১ বৎসর ০৬ মাস পূর্ব হইতে প্রেমের সম্পর্ক চলছিল। এরি মধ্যে বহুবার বহুটাকাও মেয়ে হাতিয়ে নিয়েছেন প্রেমিক পারভেজের নিকট থেকে।০৭/০৬/২০২১ তারিখ রাতে ১০.০০ জুই পারভেজকে মােবাইলে ফোনে বিবাহ করার জন্য চাপ প্রয়ােগ করে। অবশেষে ৮ জুন মঙ্গলবার মেয়ের কথা মতো ১৫৭০০ টাকা নিয়ে নোয়াখালী থেকে পারভেজ সোনারগাঁ আসে মােছাঃ জুইকে বিয়ে করতে। এরপর মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ খন্দকার মার্কেটের পিছনে গেলে পূর্ব কল্পিতভাবে জুই ও তার সঙ্গী মােঃ রাজু, মােঃ আকাশ, মােঃ সুজন মিলে পারভেজকে ভয়ভীতি দেখাইয়া অকথ্য ভাষায় গালমন্দ করে এলােপাথারীভাবে কিল , ঘুষি , লাথি মারিয়া ও লাঠি দিয়া পিটাইয়া হাতে , পায়ে , পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ফুলা জখম করে। সাথে থাকা নগদ ১৫৭০০ টাকা নিয়া যায়। পরে প্রাথমিক চিকিৎসা আত্নীয় স্বজনের সাথে আলােচনা করিয়া মঙ্গলবার দুপুরবেলা সোনারগাঁ থানায় লিখিত অভিযােগ দায়ের করেন।
এদিকে এই খবরে জুইও পারভেজের বিরুদ্ধে অভিযোগ করতে সন্ধায় থানায় আসলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য। এই রিপোর্ট লেখা পর্যন্ত জানাযায় তাদের মধ্যে আপোষ মিমাংশার চেষ্টা চলছে থানার বাহিরে।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ছেলে ও মেয়ের সঙ্গে কথা বলেছি। বিবাহিত মেয়েকে বিয়ে করতে নোয়াখালী থেকে ছেলে চলে আসছে। মোবাইল ফোনে আজকাল যা হচ্ছে আরকি।