আন্তর্জাতিক

পালাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিষপ্রয়োগে খুনের চেষ্টা

নিউজ ডেস্ক :

দেশে ছেড়ে পালিয়েও নিস্তার নেই! বিষপ্রয়োগে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে খুনের চেষ্টার উঠল অভিযোগ। পৃথিবী থেকে কারা সরিয়ে দিতে চাইছেন তাঁকে? কী ভাবেই বা দেওয়া হয়েছে বিষ? কাজ ফুরোতেই আশ্রয় পাওয়া বাশারকে সরিয়ে যাবতীয় ‘পাপ’ মুছে ফেলতে চাইছে রাশিয়া? না কি ষড়যন্ত্রের নেপথ্যে অন্য কেউ? এই সব প্রশ্ন ঘিরে দুনিয়া জুড়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

গত বছরের (২০২৪) ৮ ডিসেম্বর বিদ্রোহীদের হাতে সিরিয়ার আসাদ সরকারের পতন ঘটে। সঙ্গে সঙ্গে রাজধানী দামাস্কাস ছেড়ে মস্কোয় পাড়ি দেন বাশার। তাঁর পরিবার অবশ্য আগেই সেখানে চলে গিয়েছিল। আসাদকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা খোলাখুলি ভাবে ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর যাবতীয় সুরক্ষার দায়িত্বও নিয়েছিল মস্কো।

কিন্তু, গত ২৯ ডিসেম্বর, রবিবার রুশ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা বাশার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, তাঁর প্রবল কাশি হচ্ছিল। পাশাপাশি, তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দেখে দ্রুত চিকিৎসককে ডেকে আনা হয়। ডাক্তারি পরীক্ষায় আসাদকে বিষপ্রয়োগের বিষয়টি ধরা পড়ে বলে জানা গিয়েছে।

বাশারকে খুনের চেষ্টার খবর ‘জেনারেল এসভিআর’ নামে সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ফাঁস করেন এক প্রাক্তন রুশ গুপ্তচর। পোস্টে তিনি লিখেন, ঘটনার দিন বিকেলে রক্ষীদের ডেকে শ্বাসকষ্টের কথা বলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। প্রায় সঙ্গে সঙ্গেই মারাত্মক ভাবে কাশতে শুরু করেন তিনি। ওই সময়ে তাঁকে জল খাওয়ানো হয়েছিল। তবে তাতে আসাদ সুস্থ হয়েছিলেন, তা বলা যাবে না।

Related Articles

Leave a Reply

Back to top button