শহর

নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জ জেলা কারাগারে আশরাফ হোসেন (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।নিহত আশরাফ বন্দর উপজেলার সালেনগর এলাকার মৃত.মুসা মিয়ার ছেলে।

এর সত্যতা নিশ্চিত করে কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম জানান, ১৪ অক্টোবর বন্দর থানার একটি মাদক মামলায় আদালত আশরাফ হোসেনকে কারাগারে প্রেরন করেন। আশরাফ হোসেন মাদকাসক্ত ছিলেন। এছাড়া তার শ্বাসকষ্টের রোগও ছিল। রাতে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Related Articles

Back to top button