সোনারগাঁয়ের খবর
		
	
	
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিআরটিসির ট্রাক উল্টে গেছে
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিসির ট্রাক উল্টে গেছে।
শনিবার সকাল ৮টার দিকে মল্লিক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খালি ট্রাকটি ঢাকা থেকে দাউদকান্দির দিকে যাচ্ছিল।
চালক ও সহকারি সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসায় সুস্থ্য তারা। হাইওয়ে পুলিশের সহযোগিতা চেয়েছেন।
ট্রাক উল্টে রোড ডিভাইডারে আঘাত হানে। চালক হাসান, জানান রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে গাড়ির চাকা স্লিপ করে। পরে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক আইল্যান্ডের গিয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।
 
				



