সোনারগাঁয়ের খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :
নারায়ণগঞ্জের সােনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে ।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে আনন্দবাজার খংসারদী ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন । খবর পেয়ে সােনারগাঁ থানার পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে প্রেরন করে।
মৃত যুবকের গায়ে একটা টি শার্ট, জিন্সপ্যান্ট ও পায়ে ক্যাস পরিহিত ছিল। মুখে কালো রং এর ছোট ছোট দাড়ি আছে। এখনাে পর্যন্ত লােকটির নাম ও পরিচয় পাওয়া যায়নি।
এ সংবাদ লেখা পর্যন্ত এখনাে পুলিশ অজ্ঞাত যুবকের লাশটির পরিচয় জানতে পারেনি বলে জানা গেছে ।