নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক আশরাফ রানা ইন্তেকাল করেছেন
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক ইয়াদ পত্রিকার কর্মরত প্রবীণ সাংবাদিক আশরাফ রানা ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অর্থ: আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। (সূরা বাকারা, আয়াত ১৫৬)
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ০৮.০০ ঘটিকায় ঢাকা বারডেম হাসপাতলে ইন্তেকাল করেন। তার আগে হৃদ রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার ওপেন হার্ট সার্জারি অপারেশন করানো হয়। অপারেশনপর তিনি আবারও অসুস্থ হয়ে পরেন। এরপর অসুস্থ্য অবস্থায় ঢাকা বারডেম হাসপাতলে তাকে ভর্তি করানো হয়েছিকল।
তিনি নারায়ণগঞ্জের দেওভোগ নাগবাড়ি নিবাসী মরহুম ডাঃ হাবিবুর রহমানের ছেলে।
আশরাফ রানা ১৯৯৬ সনে দৈনিক খবর গ্রুপের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর দৈনিক সচেতন, দৈনিক অগ্রবাণী, দৈনিক খবরের পাতা সহ একাধিক পত্রিকায় ষ্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন।
প্রবীণ সাংবাদিক আশরাফ রানার ইন্তেকালে সোনারগাঁ টাইমস পরিবারের পক্ষথেকে- আমি হাজী মো. শাহজালাল- গভীরভাবে শোক প্রকাশ ও দু’আ কামনা করছি।
আমি মহান আল্লাহর কাছে মরহুমের একান্তভাবে মাগফিরাত কামনা করছি, জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য বিনীতভাবে দরখাস্ত করছি। পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তাওফিক কামনা করছি।