নারায়ণগঞ্জ-০৩ আসনে বিএনপির প্রার্থী মান্নানকে জামায়াত প্রার্থী ড. ইকবাল ভূঁইয়ার রক্তিম শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থী হিসেবে নমিনেশন পাওয়ায় আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে গণসংযোগ ও পথসভা চলাকালে বিএনপি প্রার্থী আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের প্রতি শুভেচ্ছা ও কল্যাণ কামনা করেন জামায়াত নেতা ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। ঘটনাটির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নেটিজনদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।
এর আগে নিজের ফেসবুক পেইজে এক শুভেচ্ছা বার্তায় ড. ইকবাল লিখেন, “আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) থেকে নারায়ণগঞ্জ-০৩ সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ আসনে নমিনেশন পাওয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-০৩ আসনের প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া সোনারগাঁয়ের কৃতিসন্তান ও জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত। তার এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক আচরণে স্থানীয় ভোটার ও নেটিজনদের মাঝে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করছেন।




