জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া মোড় থেকে জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে মিছিলটি শুরু হয়ে চাষাড়া হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মণ্ডলপাড়া ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে মিশনপাড়া মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ।
সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার, মহানগর সেক্রেটারি মনোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এবং প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা “গণভোটের মাধ্যমে জনগণের সিদ্ধান্ত কার্যকর করো” ও “পিআর পদ্ধতিতে নির্বাচন চাই” এই স্লোগান দেন।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব। তাঁরা আগামী নভেম্বরে গণভোট অনুষ্ঠানের দাবিও জানান।




