রাজনীতি

নামাজ যেমন ফরজ, কোরআনের আইন কায়েম করাও সেরকম ফরজ- ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক :

নামাজ পড়া যেমন ফরজ কুরআনের আইন কায়েম করাও সেরকম ফরজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া

শনিবার ১৬ই আগস্ট নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এক বিশেষ মহিলা সমাবেশ ও বিনামূল্যে শিশুদের বই বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখার সভাপতি মুজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ ৩) সোনারগাঁ আসন এর সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক জননেতা প্রিন্সিপাল ডক্টর মো. ইকবাল হোসাইন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর ও ওয়ারী জোনের তদারককারী মাওলানা নেছার উদ্দিন, বারদী ও নোয়াগাও ইউনিয়নের তদারককারী মাওলানা ডাক্তার আবু বক্কর সিদ্দিক রোমান, এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ও স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, এখনো অনেক ভাই দ্বীনের দাওয়াত পাননি যে সকল বোনেরা এই অনুষ্ঠান উপস্থিত আছেন তাদের সকলকে অনুরোধ করছি আপনারা আপনাদের বাসার সকলকে ইসলামী আন্দোলনের পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাবেন।

কুরআনের সংসদ তৈরি করার জন্য দাঁড়িপাল্লায় ভোট চাইবেন।নামাজ পড়া যেরকম ফরজ কোরআনের বিধান, রাসুলের সুন্নত কায়েম করাও সেরকম ফরজ। নামাজ না পড়লে যে রকম গুনাগার হবেন, কোরআনের এই দাওয়াত এর কাছ থেকে, ইসলামী আন্দোলনের কাছ থেকে দূরে থাকলেও ফরজ নামাজ ত্যাগ করার গুনার মতো গুনাগার হবেন।

এ সময় তিনি আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনের সূরা আত-তাওবার ৩৩ নং আয়াতে বলেছেন “তিনিই সে সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, যেন তিনি আর সব দ্বীনের উপর একে বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে”।

সুতরাং কোরআনের বিজয়কে নিশ্চিত করার জন্য আমাদের সকলকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বক্তব্যের শেষে ঢাকা মহানগর দক্ষিণ থেকে আগত মেহমান বৃন্দ ও অনুষ্ঠানের মূল বাস্তবায়নকারী মোঃ হারুনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button