ধর্ষণচেষ্টা মামলার বাদীর বাড়িতে অগ্নিসংযোগ, সংবাদ সংগ্রহে গিয়ে ৩ সাংবাদিক আহত
নিজস্ব সংবাদদাতা :
ধর্ষণচেষ্টা মামলার বাদীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে মামলার একমাত্র আসামি হাবিব মিয়া (২৬) ও তার সহযোগীরা।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজার এলাকায় এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে তিন সাংবাদিকের ওপরও হামলা চালানো হয়।
শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হাবিব ওই এলাকার হাফেজ আলীর ছেলে।
আহত সাংবাদিকরা হলেন—দৈনিক ভোরের চেতনার জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি খাইরুল আলম এবং দৈনিক গণতদন্তের জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ। বর্তমানে তারা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ হাবিব তার প্রতিবেশী এক নারীকে ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী নারী আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর হাবিবকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় এক মাস জেলহাজতে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।
জামিনে মুক্তির এক মাসের মাথায়, শুক্রবার সকালে হাবিব তার দলবল নিয়ে মামলার বাদী পক্ষের বাড়িতে হামলা চালায়। বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তারা। এ ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহে গেলে হাবিবের নেতৃত্বে দুর্বৃত্তরা ওই তিন সাংবাদিকের ওপর হামলা চালায়।
আহত সাংবাদিক ফারুক আহমেদ সূর্য বলেন, “ঘটনাটি গুরুত্ব বিবেচনায় আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যাই। কিন্তু হামলাকারীরা আগে থেকেই ওঁৎ পেতে ছিল। আমরা ভিডিও করতে গেলে তারা আমাদের ওপর চড়াও হয়।”
এ ঘটনায় আদিতমারী থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে—একটি সাংবাদিকদের পক্ষ থেকে এবং অন্যটি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে।
আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, “হামলায় জড়িত কিশোর গ্যাং লিডার হাবিবসহ সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবার ও সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।