ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁয়ে “বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা” বিষয়ে মতবিনিময় সভায় সোনারগাঁ উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এমনটি দাবি করেন।
সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি, সাধারন সম্পাদক ও সকল ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক সহ শতাধিক নেতাকর্মীরা তাদের বক্তব্যে আরো বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তৃণমূল বিএনপির প্রাণ। এই মান্নান ভাই না থাকলে আজ হয়তো আমরাও থাকতাম না। গত ১৭ বছর দলকে ও নেতা কর্মীদের আজহারুল ইসলাম মান্নান অনেক দিয়েছে। এবার দল ওনাকে মনোনয়ন দিবে আর আমরা বিজয় এনে দিবো। অন্যথায় দল ভুল করলে এ আসনে বিএনপির ভরাডুবি কেউ ঠেকাতে পারবে না।
শনিবার ১৩ সেপ্টেম্বর দুপুরে মেঘনা এলাকায় আজহারুল ইসলাম মান্নানের বাস ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ বলেন, তৃণমূলই দলের প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকবো না। আওয়ামী লীগ পালিয়ে গেলেও কিছু কিছু দুষ্ট লোক সমাজে রয়েছে। আমি বিশ্বাস করি যে নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তারা কখনো বিএনপির ক্ষতি করতে পারে না।
অনেকেই জিজ্ঞাসা করেছে নারায়ণগঞ্জ-৩ এ সিদ্ধিরগঞ্জ একসাথে হওয়ায় আমি সেখানে নির্বাচন করবো কিনা? আমিতো নারায়ণগঞ্জ-৪ এ ছিলাম আর এখনো সেখানেই আছি।
যদি মান্নান ভাই মনোনয়ন পায় সিদ্ধিরগঞ্জে আমি সর্বপ্রথম সমাবেশ করতে সহযোগীতা করবো। তাই যারা নির্বাচন করবেন দলের মধ্যে ষড়যন্ত্র কিংবা কোন্দল সৃষ্টি না করে চলুন ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার জন্য কাজ করি।
তার আগে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, জেলা মহিলা দলের সভাপতি নুরুন্নাহার, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সেলিম হক রুমি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা সহ সভাপতি মনিরুজ্জামান, পৌরসভা যুবদল নেতা সাদিকুর রহমান সেন্টু, আল আমিন, মোগরাপাড়া ইউনিয়ন সদস্য সচিব আরিফ হোসেন, সাদিপুর ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি মনা, সাদিপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সভাপতি সামসুল আলম, সনমানদি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভাপতি সফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, থানা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বার, কাঁচপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি জসিম উদ্দিন, শম্বপুরা ইউনিয়ন বিএনপি নেতা ও জুলাই যোদ্ধা, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের নেতা মাওলানা জাকারিয়া, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন, হারুন আর রশিদ মিঠু, বিএনপি নেতা নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিবসহ সোনারগাঁয়ের ১০ টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দ।