তৃণমূলের কর্মীদের জন্য সাবেক এমপি কায়সার হাসনাতের ভাবনা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম:
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত ও ত্যাগী তৃণমুল নেতাকর্মীদের নিয়ে ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক এমপি কায়সার হাসনাত।
তৃণমূল কর্মীদের দুর্দশা ও কষ্টের কথা উল্লেখ করে তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সোনারগাঁয়ের নেতাকর্মীদের নিয়ে আলাদাভাবে ভাবতে।
ফেইসবুকে তার ব্যক্তিগত একাউন্টে লেখা স্ট্যাটাসটি সোনারগাঁও টাইমস ২৪ ডটকমের পাঠকদেরকে জন্য হুবহু তুলে ধরা হলো।
“(সিয়াম সাধনার পর এবং করোনা মহামারীর কারণে লোকডাউনের মধ্যে আমাদের সকলকে সুস্থ অবস্থায় আল্লাহ্পাক রাব্বুল আলামিন পবিত্র ঈদ পালন করার তৌফিক দান করেছেন | আমিন …..।
মাননীয় প্রধানমন্ত্রী, আমার প্রানপ্রিয়, জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে লোকডাউনের মধ্যে প্রায় ১৫০০ পরিবারের মাঝে ত্রান ও খাদ্য সামগ্রী বিতরন করেছি।
রাজনীতি করার সুবাদে, এবং রাজনীতির মূল এবং প্রধান লক্ষ্য যেহেতু জনগণের পাশে থাকা এবং সেবা দেওয়া,সেই লক্ষে, আমরা যারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, নিরলস পরিশ্রম করে যাচ্ছি, আমাদের আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা মাঠে কাজ করে যাচ্ছেন।
কিন্তু, তৃণমূলে আমাদের আওয়ামীলীগের বহু নেতাকর্মী আছেন যারা অতীতেও বঞ্চিত ছিলেন এবং বর্তমানে দলের স্বর্ণ যুগ চললেও, তারা বঞ্চিত। কারণ এমপি জাতীয় পার্টির। তাও আবার দুই মেয়াদের জন্য।
বহু নেতাকর্মীরা বর্তমানে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ এবং খুবই সমস্যায় আছেন। তারা দলের কাজ করে যাচ্ছেন। প্রশ্ন হলো- তারা কার কাছে হাত পাতবেন অথবা সহযোগিতা চাবেন ??
অর্থাৎ কেন্দ্রীয় আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদের উচিৎ, তৃণমূলের এই ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের খোঁজ নেওয়া।
বিশেষ করে, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের আলাদা ভাবে গুরুত্বের সাথে খোঁজ নেয়া উচিত আমি মনে করি।
তাই, এই কিছু সংক্ষক নেতাকর্মীর মাঝে চেষ্ঠা করেছি, ঈদের আনন্দ, কিছুটা, ভাগ করে নেওয়ার।
ইচ্ছে আছে, সমগ্র সোনারগাঁয়ের, সকল তৃণমূল, ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের জন্য কিছু করার।
সকলে আমার জন্য দোয়া করবেন এবং অবস্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
” জয়বাংলা জয়বঙ্গবন্ধু “।