সোনারগাঁয়ের খবর

টাকার অভাবে বিনা চিকিৎসায় ধুকে ধুকে জীবন পাড় করছেন তরুণ চন্দ্রশীল

নিজস্ব প্রতিবেদক :

সঠিক চিকিৎসা করা গেলে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবেন তরুণ চন্দ্রশীল।

স্ত্রী ও প্রতিবন্ধি এক কন্যাসহ দুই সন্তান নিয়ে একসময় সুখের জীবন ছিল সোনারগাঁয়ের চেঙ্গাকান্দি গ্রামের তরুণ চন্দ্রশীলের। রাত জেগে পাহারার কাজে নিয়োজিত দারোয়ানের চাকুরী করে ঘর ও ভিটেমাটিও করেছিল পরিবার নিয়ে সুখে থাকার আশায়। কিন্তুু মুখের মরন ব্যাধি ক্যান্সার যেন সব এলোমেলো করে দেয় তরুণ চন্দ্রশীলের জীবন। পরিবার ও চিকিৎসা করা নিয়ে অথৈ সাগরে পড়ে যান তরুণ চন্দ্রশীল। একদিকে চাকরি ছেড়েদিতে হয় অন্যদিকে সংসারের ভরণপোষণ ও চিকিৎসা ব্যায়ের দুশ্চিন্তা মিঠাতে ঘর ও ভিটেমাটি বিক্রি করে ফেলেন তরুণ চন্দ্রশীল।

তাতেও সম্ভব হয়নি তার সুচিকিৎসা করানোর শেষ। বিনাচিকিৎসায় তরুণ চন্দ্রশীলের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে মুখের ক্যান্সার। পরে বিশেষ ব্যক্তিবর্গ ও সরকারের বিভিন্ন দফতরে সাহায্যের আবেদন করেও তেমন কোন সাড়াপাননি। এক পর্যায়ে সকল আশা ছেড়েদিয়ে বিনা চিকিৎসায় অন্ধকার রুমেই ধুকে ধুকে জীবন পাড় করছেন মুখের ক্যান্সারে আক্রান্ত তরুণ চন্দ্রশীল (৫৪)।

তরুণ চন্দ্রশীলের স্ত্রী লক্ষি রাণী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন সঠিক চিকিৎসা করা গেলে পুরোপুরি সুস্থ্য হয়ে উঠবেন তরুণ চন্দ্রশীল।

তরুণ চন্দ্রশীলের স্ত্রী লক্ষি রাণী সোনারগাঁ টাইমস এর এই প্রতিবেদক বলেন, ভাই আমি বাড়িঘর সব বিক্রি করে আমার স্বামীর সঠিক চিকিৎসা করাইছি আর কয়টাদিন করাতে পারলে তিনি ভালো হয়ে যেত। কিন্তু অনেক টাকার প্রয়োজন। যা আমার পক্ষে বহন করা সম্ভব না তাই তরুণ চন্দ্রশীলের স্ত্রী লক্ষি রাণী হৃদয়বান ভিত্তবানদের কাছে একটু সহযোগীতার আবেদন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button