সোনারগাঁয়ের খবর

জ্যোতিবসুর বাড়ি পরিদর্শন করেন প্রিন্সিপাল ড. ইকবাল

নিজস্ব প্রতিবেদক :

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতিবসুর সোনারগাঁ উপজেলার বারদীর বাড়ি এবং লাইব্রেরি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সোনারগাঁ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

(৩ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১টায় তিনি বারদী এলাকায় আসেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি পরিদর্শন বুকে স্বাক্ষর করার সময় বলেন, জ্যোতিবসু এই এলাকায় অনেক কিছু করতে পারতেন। সেই তুলনায় এলাকায় কিছুই হয়নি। এটি একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হতে পারতো। কিন্তু তা সেভাবে হয়নি, এলাকাটি অনেক ডেভেলপ হতে পারতো তা কিন্তু হয়নি। রাস্তা ঘাট ভালো না হওয়ায় এলাকার উন্নয়ন হয়নি।

পরে প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। তাদের খোঁজ খবর নেন।

Related Articles

Leave a Reply

Back to top button