সোনারগাঁ উপজেলায় জৈনপুর ওহীর পথ ইসলামি দাওয়াহ সেন্টারের উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ তিন শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
ফিতরা ও সেমাই চিনি বিতরণ কর্মসূচি ২০২৫ এর ঈদ সামগ্রীর মধ্যে ছিল, চাল, চিনি ও শ্যামাই।
শনিবার ৩০ মার্চ দুপুর ২ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর গ্রামে তাদের নিজস্ব কার্যালয়ে সুশৃঙ্খল ভাবে সম্মানের সাথে প্রত্যেকের হাতে হাতে তুলেদেন।
জৈনপুর ওহীর পথ ইসলামি দাওয়াহ সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছরের ন্যায় এবারও আল্লাহর অশেষ কৃপায় এই কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোর একটি প্রয়াস। প্রতি বছর পবিত্র রমজান মাসেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জৈনপুর ওহীর পথ ইসলামি দাওয়াহ সেন্টার পরিচারকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ।